আগামী নভেম্বরে ভারতের মাটিতে বসার কথা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের আসর। পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে সরিয়ে নেওয়া হল টুর্নামেন্টটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে মালয়েশিয়ায়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শনিবারের বার্ষিক সাধারণ সভায় ভারতের থেকে হোস্টিং রাইট কেড়ে নেওয়া হল। আর এভাবে হোস্টিং কেড়ে নেওয়াকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় হিসেবে দেখছে ক্রিকেট বিশ্ব।
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক টুর্নামেন্টে খেলার চুক্তি থাকলেও ভারত তাতে রাজি হয়নি। একাধিকবার পিসিবি আবেদন জানালে সেই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। এমনকি আইসিসির কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এরপর ভারতকে চাপে ফেলতে নতুন পন্থা বের করে পিসিবি। সেই মতো এবার যুব এশিয়া কাপে ভারতে দল পাঠাবে না বলেই জানিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই মতো পাকিস্তানকে মর্যাদা দিয়ে টুর্নামেন্টই সরিয়ে নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
কিছুদিন আগে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ জানিয়েছিলেন, এবার ইটের মাধ্যমে পাথরের জবাব দেওয়ার সময় এসেছে। ভারত যদি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে না চায় তাহলে ওদের সঙ্গে কোনো প্রতিযোগিতাতেই খেলা উচিত নয়। আইসিসির সব প্রতিযোগিতাতেই ভারতকে আমাদের বয়কট করা উচিত। তাই তো ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কোনো ভাবেই যখন ভারতকে চাপে ফেলতে পারছিল না বৈরী প্রতিবেশী দেশটি, তখন ভারত বয়কটের সিদ্ধান্তে সাফল্য পেয়েছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/মাহবুব