দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে কেপ টাউন ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাহরুখ খান। কিং খানের দেখাদেখি এবার দক্ষিণ আফ্রিকান লিগে ডারবান ফ্র্যাঞ্চাইজি কিনলেন পিএসএল-এ লাহোর কালান্দার্স-এর মালিকানা প্রতিষ্ঠান। লাহোর কালান্দার্স-এর মালিক ফাওয়াদ রানা দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের দল কিনতে পেরে বেজায় খুশি।
দলের নাম উন্মোচনী অনুষ্ঠানে রানা বলেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে লগ্নি করতে পেরে বেশ গর্বিত আমরা।
অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সিইপি হারুন লর্গ্যাট এবং তারকা ক্রিকেটার হাশিম আমলা উপস্থিত ছিলেন। পিএসএল-এর গতবারের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি'র মালিকপক্ষ আবার দক্ষিণ আফ্রিকার অন্য দল 'বেনোনি জালমি' দল কিনেছে লিগে।
শাহরুখ কেপটাউন দল কেনার পাশাপাশি দিল্লি ডেয়ারডেভিলসের মালিক কিনেছেন জোহানেসবার্গ দল। এর অর্থ একটাই, দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট শুধুমাত্র ঘরোয়া লিগের স্বীকৃতি পাচ্ছে না। ভারত বনাম পাকিস্তান মহারণ এবার আফ্রিকায়। সেই যুদ্ধে কোন দল শেষ হাসি হাসে, সেটাই আপাতত দেখার।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৭/আরাফাত