চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও বলার মতো পারফরম্যান্স ছিল না। একটিমাত্র অর্ধশতরান করেছিলেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির দলে থাকা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
কিন্তু যাবতীয় সংশয়কে দূরে সরিয়ে রেখে দলে জায়গা করে নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে এখনও অটোমেটিক চয়েস তা ভালই জানেন নির্বাচকরা। তাই তো ধোনিকে দলে নিতে দ্বিধা করেননি। টেস্ট ক্রিকেট থেকে তিনি স্বেচ্ছায় সরে গেছেন। সীমিত ওভারের ক্রিকেট থেকেও তিনি নিজের ইচ্ছাতেই সরবেন। ধোনির সমর্থনে একথা বলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।
হাসির কথায়, ‘ভারতীয় ক্রিকেটে প্রচুর অবদান ধোনির। যেদিন মনে করবে সেদিনই সরে যাবে ও। দুর্দান্ত অধিনায়ক ছিল। ক্রিকেটার হিসেবেও বিখ্যাত। ও যদি মনে করে ২০১৯ বিশ্বকাপে খেলবে, তাহলে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয় তাকে। যদি মনে করে মানিয়ে নিতে পারছে না, তাহলে নিজেই সরে যাবে। এই মুহূর্তে ধোনিকে একদিনের দলে দরকার।’
সামনের মাসেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বিরাটদের বিরুদ্ধে সিরিজ জেতা যে সহজ কাজ নয় তা মনে করিয়ে দিয়েছেন হাসি, ‘ভারতের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। গত টেস্ট সিরিজে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া খারাপ খেলেনি। সিরিজ হারলেও শিখেছেও প্রচুর। আত্মবিশ্বাসও তৈরি হয়েছে। তা সম্বল করেই ভারতের বিরুদ্ধে নামুক।’
টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত হাসি। বলেই দিলেন, ‘দেশের মাটিতে সিরিজ তো জিতেইছে। শ্রীলঙ্কার মাটিতেও সিরিজ জিতে নিল বিরাট কোহলিরা।’
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর