অদূর না হোক, সুদূর ভবিষ্যতে মজবুত হবে ভারত-পাকিস্তান সুসম্পর্ক। এমনই আশা প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেই আশা যেন কখনও ভঙ্গ না হয়। আশাকে বাঁচিয়ে রেখেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আফ্রিদি।
দুই দেশের বর্তমান উত্তেজক কূটনৈতিক পরিস্থিতির মাঝে পাকিস্তানের এই ক্রিকেট তারকার ভারতে শুভেচ্ছা জানানো সত্যিই চমকপ্রদ। সেই সঙ্গে যুক্ত হয়েছে পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের সুসম্পর্কের ‘আশা’।
সোমবার মধ্যরাত্রে ট্যুইটারে আফ্রিদি লিখেছেন, “ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” একইসঙ্গে তিনি আরও লিখেছেন, “প্রতিবেশীরা, বদলের কোনও পথ দেখা যাচ্ছে না। শান্তি, সহিষ্ণুতা এবং ভালোবাসার পথে হাঁটতে থাকি।”
সেই সঙ্গে সকল ভারতবাসীকে মানবিকতাকে জয়ী করার আহ্বান জানিয়েছেন আফ্রিদি। এরপরেই হ্যাশ ট্যাগ দিয়ে তিনি লিখেছেন, “হোপ নট আউট”।
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর