শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। কিন্তু ব্যাটসম্যান তুলে নিলেন ৪০ রান। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের একটি৫ ক্রিকেট ম্যাচে। যেখানে এক ৫৪ বছর বয়সী ব্যাটসম্যান শেষ ওভারে ৩৫ রানের জয়ের টার্গেটে ৪০ রান তুলে পূরণ করে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
আর এটি কোনও ক্রিকেটীয় উপাখ্যানও নয়, সত্যি ঘটনাই পড়েছেন, ৫৪ বছর বয়সী ব্যাটসম্যান। তার নাম স্টিভ ম্যাকম্ব। খেলাটা এক ইংলিশ গ্রামের। অক্সফোর্ডশায়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের চতুর্থ বিভাগের খেলা ছিল ওটা।
সাম্প্রতিক সেই ম্যাচে সুইনব্রুকের বিপক্ষে আসলে ডচেস্টার-অন-থেমস তাদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জয়টাই তুলে নিয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৭/ ই জাহান