শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচজয়ী অলরাউন্ডার পারফরমেন্সের সুবাদে সাকিব আল হাসনকে হটিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আবারও শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার।
এর জন্য সাকিবকে অবশ্য কোনো কষ্ট করতে হয়নি। নিষেধাজ্ঞার খাড়ায় পড়ে লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামতে পারেননি জাদেজা। আর এ কারণেই র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েছে।
মঙ্গলবার ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে গেছেন জাদেজা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৩৮ থেকে কমে হয়েছে ৪৩০। অন্যদিকে সাকিবের পয়েন্ট আগের মতো ৪৩১। ফলে এক পয়েন্টে এগিয়ে থেকে আবারও অলরাউন্ডারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এদিকে, জাদেজার পয়েন্ট কমলেও সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৪ বেড়ে হয়েছে ৪২২।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/মাহবুব