বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে ২ নম্বর বাছাই সিমোনা হালেপকে হারিয়ে দিয়েছেন র্যাঙ্কিংয়ের ১৪৬তম স্থানে থাকা মারিয়া শারাপোভা (৩০)। ডোপিং ক্যালেঙ্কারিতে জড়িয়ে দীর্ঘ সময় ধরে টেনিস থেকে দূরে ছিলেন শারাপোভা। ওয়াইল্ড কার্ড নিয়ে নিয়ে ১৫ মাস পরে টেনিসে ফিরেছেন সাবেক এ নাম্বার ওয়ান।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে ২৪ হাজার দর্শকের সামনে খেলাটি অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে রোমানিয়ার খেলোয়াড় হালেপের বিপক্ষে রুশ তারকা জিতেছেন ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। আগামীকাল বুধবার ৫৯ বাছাই হাঙ্গেরির টিমিয়া ব্যাবুজের মুখোমুখি হবেন শারাপোভা। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা