ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন বাংলাদেশের ড্যাশিং তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসেও কথা বলেছে তামিমের ব্যাট। টেস্ট ক্যারিয়ারে ২৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি।
অর্থাৎ ঢাকা টেস্টের দু’ইনিংসেই হাফ-সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম।
ফলে ৫০ ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠবারের মত একই টেস্টে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করলেন তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তামিম।
এদিকে তামিমের আউটের পর ব্যাপক চাপে পড়েছে মুশফিক বাহিনী। একের পর এক উইকেট বিলিয়ে সাজ ঘরে ফিরেছেন সাকিব, সাব্বির, নাসির। এর আগে সৌম্য, ইমরুলও ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ইমরান জাহান