প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয়। যার সাক্ষী থাকল হেডিংলি। সাই হোপের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে সিরিজে ১-১ সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।
৩২২ রান তাড়া করে টেস্টের শেষ দিনে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংস ১৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংস ১১৮ রানের অপরাজিত ইনিংস খেললেন সাই হোপ৷
বার্বেডোজের বছর তেইশের উইকেটকিপার ব্যাটসম্যানের এই এটি দ্বিতীয় সেঞ্চুরি৷ এর আগে ১১টি টেস্টে কোনও শতরান ছিল না হোপের৷ এই টেস্টে জোড়া শতরান করে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক টেস্ট জিততে বড় ভূমিকা নিলেন হোপ৷ তাকে যোগ্য সঙ্গত দিলেন ক্রেগ ব্রাথওয়েট৷ ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি৷ প্রথম ইনিংসও দুরন্ত সেঞ্চুরি ছিল ব্রাথওয়েটের৷
প্রথম টেস্টে ইনিংস ও ২০৯ রানে জিতলেও হেডিংলিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের৷ হেডিংলিতে ২৫৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড৷ ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিরুদ্ধে লড়াকু সেঞ্চুরি করে মান বাঁচালেন অলরাউন্ডার বেন স্টোকস৷ চারটি করে উইকেট তুলে নেন দুই পেসার কেমার রচ ও শানন গ্যাব্রিয়েল।
এই ক্যারিবায়ন পেসারের সাঁড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড টপ-অর্ডার৷ তারপর ক্যাপ্টেন জো রুট ও স্টোকসের লড়াইয়ে কোনক্রমে আড়াইশোর গণ্ডি টপকায় ইংল্যান্ড৷ ১০০ রান করে গ্যাব্রিয়েলের শিকার হন স্টোকস৷ ৫৯ রান করেন ক্যাপ্টেন রুট৷ স্টোকস ও রুট দুই জনেই জীবন দান পান৷ ৯৮ রানে জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন স্টোকস৷
প্রথম ইনিংসে ৪২৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪৯০ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় ইংল্যান্ড৷ কিন্তু হোপ ও ব্রাথওয়েটের ব্যাটের কাছে হার মানে ইংল্যান্ড৷ জোড়া সেঞ্চুরি করে ম্যাচের সেরা হোপ৷
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ তাফসীর