বাংলাদেশের ২৬৫ রানের টার্গেটের জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে গতকাল ১০৯ রান তুলে দিন শেষে করে সরফকারী অস্ট্রেলিয়া। আজ বুধবার আবারও ব্যাটিংয়ে নেমেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৩৫ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ৩০ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৮ উইকেট। ৯৪ রানে ওয়ার্নার ও ২৮ রান নিয়ে ব্যাট করছেন স্মিথ।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/মাহবুব