বাংলাদেশের জয়ের জন্য দরকার আর দুই উইকেট। আর এই মুহূর্তে জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৪৭ রান দরকার। হাতে দুই উইকেট। এরইমধ্যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ার হার ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এ হারকে তারা আখ্যা দিয়েছে 'অপমানজনক'।
সেঞ্চুরি করার পর দলীয় ১৫৮ রানের মাথায় আউট হন ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার সময় তার মোট সংগ্রহ ১১২। অস্ট্রেলিয়ার মোট সংগ্রহে তারই অবদান বেশি। তাই তার ফেরাটাই হারের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়াকে ঠেলে দিচ্ছে বলে দাবি করে দেশটির সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের। তবে শেষ পর্যন্ত কে হারে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ফারজানা