মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। আর এই জয় উদযাপনও করলো একটু আলাদা করেই। ক্রিকেটার সৌম্য সরকারের ফেসবুক পেজ থেকে জয় উদযাপনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, অধিনায়ক মুশফিকের নেতৃত্বে বেশ কয়েকজন ব্যাট দিয়ে তালে তালে বেঞ্চে আঘাত করছেন। আর তাতে সুর মিলিয়ে তামিম, সাকিবসহ দলের আরো কয়েকজন গাইছেন, ‘আমরা করবো জয়... একদিন’।
একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় উদযাপনতো এরকম হবেই!
দেখুন ভিডিওতেই।
বিডিপ্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান