ক্রিকেটের পরাশক্তিদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ২০ রানের ব্যবধানে হেরেছে স্মিথরা। আর এ নিয়ে বিশ্ব জুড়ে চলছে বাংলাদেশ বন্দনা। মুখ খুলেছেন ভারতের লিজেন্ড ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়া বধের পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন ও শেবাগ।
এক টুইটবার্তায় শেবাগ লেখেন, ‘অস্ট্রেলিয়াকে হারাতে দুর্দান্ত খেলেছ। শাবাশ বাংলাদেশ।’ আর ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জীবনী এনে দেয়া পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট সত্যিই জেগে উঠছে।’
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সাবেক শ্রীলংকান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরনল্ড লিখেছেন, ‘শাবাশ বাংলাদেশ। দুর্দান্ত লড়াই করে তোমরা মন জিতে নিয়েছ।’
বিডিপ্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান