সমালোচনা নয়, বরং ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ফুটবল তারকা ওয়েন রুনি আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির স্ট্রাইকার জার্মাইন ডিফো।
ইংল্যান্ড দলের হয়ে রুনির যে ক্যারিয়ার এবং অর্জন এতে তার সমালোচনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন এই স্ট্রাইকার।
মাল্টা ও স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য গঠিত দলে ডাক পাওয়ার পরই গত সপ্তাহে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বর্তমানে এভারটনের ফরোয়ার্ড রুনি।
জাতীয় দলের হয়ে ১১৯টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সংখ্যক ৫৩ গোল আদায় করা সাবেক জাতীয় দল সতীর্থ সম্পর্কে ডিফো বলেন, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার যে অর্জন তা আমাদের মানতে হবে। তিনি বলেন, ‘তার নেয়া সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। শীর্ষ পর্যায়ে থেকেই তিনি অবসর নিয়েছেন। বিষয়টি আপনাকে অনুধাবন করতে হবে। কারণ তার রয়েছে একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার।
তরুণ বয়সেই (১৭ বছর) জাতীয় দলে যোগ দিয়েছিলেন রুনি। কাঁধে তুলে নিয়েছেন বিশাল চাপের বোঝা। যা অনেকে পারেনা। এটি খুব একটা সহজ বিষয় ছিল না। বছরের পর বছর ধরে তিনি ধারাবহিকতাও রক্ষা করেছেন। সুতরাং তাকে এ জন্য পর্যাপ্ত স্বীকৃতি দেয়া দরকার। তিনি যথেষ্ঠ করেছেন। এ কর্মকান্ডের প্রমাণ দেয়ার কিছু নেই। এ জন্য আমাদের মধ্যে তার অভাববোধ থাকবে।’
ডিফো বলেন, ‘বর্তমানে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। বিষয়টি আমার কাছে বিষ্ময়কর। মানুষ বাস্তবতা বুঝতে চায় না। তিনি যা করে দেখিয়েছেন তার জন্য তাকে সম্মান প্রদর্শন করতে হবে। তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। আমি যদি সেটি করতে পারতাম তাহলে গর্ববোধ করতাম। এটি একটি অসাধারণ সফলতা। তিনি একজন দারুণ ব্যক্তি। তার প্রতি আমার শুভ কামনা রইল।’
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৭/এনায়েত করিম