এশিয়ার মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করা চতুর্থ খেলোয়াড় হলেন মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। বুধবার শেষ হওয়া ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১১২ রান করেন ওয়ার্নার। ফলে ১১ বছর পর চতুর্থ খেলোয়াড় হিসেবে এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে এশিয়ার মাটিতে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৬ সালে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১১৮ রান করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের দুর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন পন্টিং।
সর্বপ্রথম এমন নজির গড়েছিলেন বব সিম্পসন। ১৯৬৪ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের চতুর্থ ইনিংসে ১১৫ রান করেন তিনি।
এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার দিক দিয়ে ব্যক্তিগত স্কোরে ওয়ার্নারের ১১২ রান তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। সবার উপরে আছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৭/এনায়েত করিম