কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকায় মাসাই আদিবাসী গোষ্ঠীর বাস।ব্যতিক্রমী রীতিনীতি পালন ও পোশাকের জন্য তারা বেশি পরিচিত।তারা ক্রিকেটও ভীষণ ভালোবাসে।আবার এই ক্রিকেটকেই তারা সামাজিক সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করে।তারা ক্রিকেটকে ব্যবহার করে গোষ্ঠীতে প্রচলিত বিভিন্ন 'ধ্বংসাত্মক' অনুশীলন বিশেষ করে বাল্যবিবাহ এবং মেয়েদের যৌনাঙ্গ কর্তন বন্ধ করা।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা