'নড়াইল এক্সপ্রেস' খ্যাত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিসহ তার পরিবারের সদস্যরা নড়াইলে নির্মিত 'মর্তুজা কটেজ' ঈদ করবেন। এবার নতুন এ বাড়িতে ঈদ করতে ইতোমধ্যেই নড়াইল পৌঁছেছেন মাশরাফি বিন মতুর্জা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার মাশরাফি জন্মভূমি নড়াইলে পৌঁছান। মাশরাফি নড়াইলে এসেছেন এ খবর ভক্তদের মাঝে জানানানি হয় আজ সকালে। তাই সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রিয় এই ক্রিকেটারকে এক নজর দেখার জন্য মাশরাফির নিজের বাড়িতে ও শহরের আলাদাতপুরে মামার বাড়িতে ভিড় করছেন ভক্তরা।
মাশরাফির মা হামিদা মতুর্জা ও বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, মাশরাফি দেশে থাকলে প্রতিবারই ঈদে মাটি ও মানুষের টানে নড়াইলে ছুটে আসে। এবছরও সে (মাশরাফি) নড়াইলে ঈদ করবে। তিনি ঈদের ২-১ দিনের মধ্যে ঢাকায় ফিরবেন বলে জানান মাশরাফির বাবা।
উল্লেখ্য, মায়ের স্বপ্ন পূরণ করতেই 'মর্তুজা কটেজ' নামে একটি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরে মহিষাখোলা এলাকায় প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডু-প্লেক্স এ বাড়িটি নির্মাণ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার