আপাতত জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া মৌশুম শুরু হয়নি। তবুও শিরোনামে আম্বাতি রায়ডু। কোনও ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্য নয়, এই ক্রিকেটার খবরের শিরোনামে নিজের অভব্য আচরণের জন্য। বৃহস্পতিবার এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জোরে গাড়ি চালানোর প্রতিবাদ করায় এক পথচারীর গায়ে হাত তুলেছেন রায়ডু।
সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-ও ওই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জোরে গাড়ি চালানোর অভিযোগে এক প্রবীণ ব্যক্তি প্রতিবাদ জানালে তার সঙ্গে কথা কাটাকাটি হয় রায়ডুর। গাড়ি থেকে হঠাৎ করেই নেমে এসে তার উপর চড়াও হন রায়ডু। এমনকী ওই ব্যক্তির গায়ে হাতও তোলেন। পালটা মারেন ওই পথচারীও।
যদিও এরপরই উপস্থিত অন্যান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ঝামেলা মিটে যায়। জানা গেছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যাওয়ার পথে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন রায়াডু। আর তার খারাপ ভাবে গাড়ি চালানোটার বিরোধিতা করেন ওই বয়স্ক ব্যক্তি। এরপরই দুজনের মধ্যে বচসা শুরু হয়। যা পরবর্তীকালে হাতাহাতিতে পরিণত হয়।
এই ঘটনার পরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সমালোচনায় মুখর হয়েছেন আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যানের। প্রসঙ্গত, ভারতের হয়ে ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলা রায়াডু আপাতত জাতীয় দল থেকে ব্রাত্য।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর