মদপান করে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হলেন ওয়েন রুনি। বৃহস্পতিবার তার বাড়ির কাছ থেকে সাবেক ইংল্যান্ড অধিনায়ককে গ্রেফতার করে পুলিশ। পরে রুনিকে ছেড়ে দেওয়া হয়।
এ মৌশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে তার ছেলেবেলার ক্লাব এভার্টনে যোগ দিয়েছেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার। যিনি গত সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ’৩১ বছরের ফুটবল তারকা রুনিকে গ্রেফতার করা হয়। ওর বিরুদ্ধে মদপান করে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।’ সঙ্গে সঙ্গে জামিনে ছাড়া পেলেও ১৮ সেপ্টেম্বর স্টোকপোর্ট ম্যাজিস্টেটেস আদালতে উপস্থিত হতে হবে রুনিকে।
বৃহস্পতিবার রাতে তার বাড়ির কাছে অলডারলে এডেজে ক্রিকেটার জ্যাক ম্যাকআইভারের সঙ্গে সেলফি তোলেন রুনি। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৫৩টি গোলের রেকর্ড রয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়কের। দেশের হয়ে ১১৯টি ম্যাচে খেলেন ৩১ বছরের সাবেক ম্যান ইউ স্ট্রাইকার। এ বছরই ম্যান ইউ-র সঙ্গে তার ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন রুনি। ম্যান ইউ-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচবার ইংলিশ প্রিমিয়র লিগ জিতেছেন তিনি।
২০০৪-এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ ফুটবল উপহার দিয়ে তারকা হন রুনি। টুর্নামেন্টে চারটি গোল করেন তিনি। যখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। আর ২০১৫-তে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ববি চার্লটনের ৪৫ বছরের রেকর্ড ভাঙেন রুনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন