ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার আনন্দ-উচ্ছাসে ভাসছে পুরো দেশ। সেই সাথে ক্রিকেটপ্রেমীদের মনে এখনও তাজা হয়ে আছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়। তাই ঈদ ব্যস্ততার মাঝেও টাইগারদের দিকে ঠিকই নজর রেখেছেন ভক্তরা। পাশাপাশি, ভক্ত-সমর্থক ও শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাতে ভোলেননি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ অন্য ক্রিকেটাররা।
নিজের ভেরিফায়েড ফেসবুকে সাকিব আল হাসান জানিয়েছেন, ‘ত্যাগের এই ঈদে আমরা যেন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ভুলি না। ঈদ মোবারক!’
অন্যদিকে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘ঈদ মোবারক! সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
তবে ঈদের ঠিক একদিন পরই চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তাই এবার ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পারছেন না নাসির হোসেন, মুমিনুল হক, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
চট্টগ্রাম থেকেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সকল প্রকার অনাচার কমিয়ে সবার ত্যাগের মহিমায় ঈদ সবার মনে আনন্দের বার্তা নিয়ে আসুক।’
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার নাসির বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দের সঙ্গে ঈদের দিনটি কাটান। আল্লাহপাক আপনাদের কুরবানি কবুল করুন।’
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ