ঢাকা টেস্টে জয় পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চট্টগ্রাম টেস্টের জন্য চলছে পুরোদমে প্রস্তুতি। ঈদুল আযহার দিনেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে স্বাগতিক বাংলাদেশ। এরপরই শুরু হবে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেশন। সফরকারী অস্ট্রেলিয়া অনুশীলন করবে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার অস্ট্রেলিয়া দলের সাথে একই ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামে পাড়ি জমিয়েছেন ১৪ সদস্যের স্কোয়াডের ৬ ক্রিকেটার। এরা হলেন- মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। শিডিউল মেনে বাংলাদেশের অনুশীলন সেশনে তাই দেখা যেতে পারে ৬ ক্রিকেটারকেই।
আগামী ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট। ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা