টানা সাত ম্যাচ জিতে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চেক প্রজাতন্ত্রকে ২-১ হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট কাটে দলটি। একই দিনে বড় জয় পেয়েছে ইংল্যান্ডও।
শুক্রবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। আর তারই জের ধরে মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় জোয়াকিম লো’র শিষ্যরা। মেসুত ওজিলের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান টিমো ওয়ার্নার। এরপর দুইদলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে দেখা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে, গোল শোধে মরিয়া হয়ে ওঠে চেক প্রজাতন্ত্র। ফলে ৭৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে কোনাকোনি শটে দারুণ এক গোল করেন ভ্লাদিমির দারিদা, সমতায় ফেরে চেক।
তবে খেলা শেষের দু'মিনিট আগে ডান প্রান্ত থেকে টনি ক্রুসের ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন হ্যামেলস। এরপর আর গোল না হলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে মাল্টাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ৬৬ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৫৩ মিনিটে হ্যারি কেনের গোলে গিয়ে যায় ইংলিশরা। এরপর ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান রায়ান বার্টান্ড। অতিরিক্ত সময়ে আরও দু'টি গোল পায় ইংল্যান্ড। ৯২ মিনিটে ড্যানি ওয়েলব্যাক ও ৯৪ মিনিটে আবার গোল দেন হ্যারি কেন। এতেই বিধ্বস্ত হয় মাল্টা।
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ