ঢাকা টেস্টে জয়ের স্বাদ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা কেউ কেউ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে, কেউবা ব্যস্ত সময় পার করছেন অনুশীলনে। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে মাহমুদউল্লাহ রিয়াদ এবারের ঈদটা কাটিয়েছেন জ্যামাইকাতেই। কিন্তু দেশের কথা, পরিবারের কথা ভোলেননি।
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ। নিজের ঈদ উদযাপনের ছবিও দিয়েছেন।
ভিডিওবার্তায় রিয়াদ বলেন, আসসালামু ওআলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পবিত্র দিনে এই কোরবানি-ত্যাগ দোয়া করি আল্লাহ কবুল করুন। আজকের এ বিশেষ দিনে পরিবারকে ভীষণ মিস করছি। সকলের ঈদ পরিবার পরিজনদের নিয়ে আরও আনন্দময় হোক। সকলকে ঈদের শুভেচ্ছা।
সিপিএলে রিয়াদের দল জ্যামাইকা তালাওয়াস নিশ্চিত করেছে প্লে-অফ। ঈদের দিনও মাঠে নেমেছিল দলটি, ঐ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে জ্যামাইকা।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা