মা হচ্ছেন সেরেনা- এই সংবাদ আগেই জানত সবাই। শুধু খবরের কাগজে প্রকাশই নয়, সোশ্যাল মিডিয়ায়ও ঢোল পিটিয়ে তা জানিয়েছিলেন টেনিস সেনসেশন। এরপর সেরেনা নিজেই এর নিয়মিত আপডেট দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি নগ্ন হয়ে নিজের বেবি বাম্পের ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবারকার খবর হলো সত্যিই মা হয়ে গেছেন ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী মার্কিন টেনিস তারকা।
শুক্রবার সেরেনার মা হবার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম। কন্যাসন্তান প্রসব করেছেন এ মার্কিন কিংবদন্তি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের সেন্ট মেরি মেডিকেল হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।
ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে বোনের এ সুখবর প্রসঙ্গে ভেনাস উইলিয়ামস বলেন, ‘আমি ভীষণ খুশি, এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।’
সেরেনার মা হওয়ার খবরটি হাসপাতাল সূত্রে নিশ্চিত করেছে ফ্লোরিডাকেন্দ্রিক টিভি স্টেশন ডব্লিউপিবিএফ। এ ছাড়া সেলিব্রেটি ম্যাগাজিন ‘ইউএস উইকি’ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মারফত নিশ্চিত করে এ খবর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ