মাঠে তারা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে যে তারা নেহায়েতই জেন্টলম্যান। আসলে তারা যে খেলেনও 'জেন্টলম্যানস গেম'। তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল শ্রীলঙ্কায়।
পঞ্চম এবং সিরিজের শেষ একদিনের ম্যাচ রবিবার খেলা হবে কলম্বোতে। তার আগে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বাড়িতে ডিনার সেরে এলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এমনিতে মালিঙ্গা আইপিএলে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাই রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, যাশপ্রীত বুমরাহদের সঙ্গে তার খুবই ভাল সম্পর্ক।
মালিঙ্গার বাড়িতে ডিনার সেরে খুব খুশি ভারতীয় দলের ক্রিকেটাররাও। রোহিত শর্মা থেকে অজিঙ্কা রাহানে, সকলেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মা যেমন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'দুর্দান্ত বন্ধুর সঙ্গে রাতটা দারুণ কাটলো।'
অজিঙ্কা রাহানে আবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ কাটলো। লাসিথলে এরকম একটা দুর্দান্ত পার্টি আয়োজন করার জন্য ধন্যবাদ।'
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর