অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে অবস্থান করছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের আতিথেয়তা দিলেন তামিম ইকবালের পরিবার। ঈদের দিন রাতে মেজবানি ভোজের মধ্য দিয়ে সব ক্রিকেটারসহ কোচিং স্টাফদের আতিথ্য দিলেন খান পরিবার।
ঈদের দিন সন্ধ্যায় প্রথম ধাপে ক্রিকেটার তামিমের কাজীর দেউড়ির বাসায় যান ছয় ক্রিকেটার। তারা হলেন নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। এ সময় তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও।
এরপর ঢাকায় ঈদ পালন করা বাকি আট ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছান রাত ৯.৩০টায়। তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলামসহ। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার দিকে তারাও ছুটে যান তামিমের বাসায়।
ক্রিকেটারদের তামিম এবং তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান তাদের অভ্যর্থনা জানান। সতীর্থদের মেহমানদারি করেন তামিম। খাওয়া-দাওয়ার পর বেশ আড্ডা হয়। সবাই মিলে সময়টা দারুণভাবে উপভোগ করেছেন।
বিডি-প্রতিদিন/ ৩ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর