চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন বন্দর নগরীতে। অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম সদস্য উসমান খাজা। ঈদের নামাজ আদায় করতে উসমান খাজা গিয়েছিলেন চট্টগ্রামের দামপারা ঈদগাহ মাঠে। বাংলাদেশ দলে নাসির হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমানরাও এখানে ঈদের নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে উসমান খাজা বের হয়ে দেখেন উধাও হয়ে গেছে জুতাজোড়া। যে জায়গায় খাজা জুতা রেখেছিলেন, নামাজ শেষে সেই জায়গায় পাওয়া যায়নি সেটি।
ঈদের দিন শুভেচ্ছা জানিয়ে এই ছবি টুইটার ও ইনস্টাগ্রামে দিয়েছিলেন উসমান খাজা (সাদা পোশাকে)
খুঁজতে খুঁজতে বেশ গলদ্ঘর্ম হলেও উধাও হয়ে যাওয়া জুতার হদিস মেলেনি শেষ পর্যন্ত। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি ওসমান খাজা। শনিবার বিকেলে ব্যস্ত সময় পার করেছেন অনুশীলনে।
পরে টুইটারে এক ব্যক্তি উসমান খাজাকে প্রশ্ন করেছিলেন, 'আপনি কি পরে জুতাজোড়া পেয়েছিলেন।' উসমান খাজার উত্তরটা বেশ মজার। তিনি লিখেছেন, 'না পাইনি, জুতাজোড়াটা আপনি নিয়েছেন নাকি?'
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা