কঠিন সময় পার করে পরিণত হওয়ার কৃতিত্বটা তামিম ইকবাল দিয়েছেন ভারত জাতীয় দলের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। খারাপ সময় কাটিয়ে ওঠার অনুপ্রেরণা ধোনির কাছ থেকেই পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ঢাকা টেস্টে ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন তামিম। তিনি বলেন, ধোনি বলেছিলেন, ক্রিকেট খুবই নিষ্ঠুর খেলা। যখন তুমি রান পাচ্ছ না, তখন ব্যাটিংয়ে গিয়ে দেখবে প্রতিপক্ষের সেরা বোলার বল করতে এসেছে। আর শট খেলার পর হয়তো দেখবে প্রতিপক্ষের দুর্বলতম ফিল্ডারই এক হাতে ক্যাচ ধরে ফেলেছে। খারাপ সময় এমনই সর্বগ্রাসী হয়। তাই আমার প্রতিপক্ষ হয়ে যখন পুরো পৃথিবী দাঁড়িয়ে গেছে, আমি লক্ষ্য রেখেছি মূল্য দিতে হয় এমন ভুল যেন আমাকে দিয়ে না হয়।
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা