বাংলাদেশের ক্রিকেটের এযাবৎকালের সেরা ইতিহাস গড়ার জন্য প্রস্তুত মুশফিক-তামিমরা। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতেই দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা, তখন অনেকটাই দিশেহারা অসি শিবির। তাই টাইগার অধিনায়ক মুশফিকের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বললেন, 'আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি এটা বাড়তি সুবিধা। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।'
অন্যদিকে, ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরে নিজ দেশেই তীব্রভাবে সমালোচিত হচ্ছেন অসি ক্রিকেটাররা। ভীষণ চাপ নিয়েই আজ মাঠে নামছে সফরকারীরা। তাই এ ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই বলেই মনে করছেন টিম অস্ট্রেলিয়া। এ ব্যাপারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অসি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, সিরিজে আমরা ১-০ তে পিছিয়ে আছি। সমতায় শেষ করতে হলে আমাদের এ টেস্ট জিততেই হবে। গেল সপ্তাহের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, ম্যাচটি জিততে দলের সবাই নিজের সবটুকু ঢেলে দিতে চায়।
উল্লেখ্য, মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ