ঢাকা টেস্টে দলে থাকলেও মূল একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের। ঢাকা টেস্ট জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা তাই নিয়ে ছিল জল্পনা। তবে জল্পনা-কল্পনাকে মিথ্যা প্রমাণ করে হয়তো ফের মূল একাদশে দেখা যাবে মুমিনুল হককে।
প্রধান নির্বাক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্য অনুযায়ী সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশে মুমিনুলের থাকার একরকম নিশ্চিত। রবিবার রাতে নান্নু জানান, ‘আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। মুমিনুল হক ঢুকবে। আর শফিউল বাইরে থাকবে।’
প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী তামিমের সঙ্গে সৌম্যই ইনিংসের সূচনা করবেন। ইসরুল তিন নম্বরেই ব্যাট করবেন। আর মুমিনুল তার মূল জায়গা চার নম্বরে ব্যাট করবেন। টেস্টে চার নম্বরে মমিনুল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
এই পজিসনে ৯ টেস্টে তিন শতক ও পাঁচ অর্ধশতকসহ মুমিনুলের সংগ্রহ ৮৭৭ রান। গড়ও সবার চেয়ে বেশি ৬২.৬৪। তার ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটিও এই চার নম্বরেই।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর