বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস গড়ার দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটের এযাবৎকালের সেরা ইতিহাস গড়তে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা, তখন অনেকটাই দিশেহারা অসি শিবির। তাই টাইগার অধিনায়ক মুশফিকের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা অবশ্যই সেরা সাফল্যের চেষ্টা করবো। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে, এটা আমাদের একটা ফ্রেশ গেম। এটা আমাদের কতুটুক গুরুত্বপূর্ণ, সিরিজটিকে টিকিয়ে রাখার জন্য। ২-০ তে সিরিজ জয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা সেদিকে মুখিয়ে আছি। আমরা চাইছি শতভাগ চেষ্টা করে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসতে।’
অন্যদিকে, ভীষণ চাপ নিয়েই আজ মাঠে নামছে সফরকারীরা। এ ব্যাপারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অসি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, সিরিজে আমরা ১-০ তে পিছিয়ে আছি। সমতায় শেষ করতে হলে আমাদের এ টেস্ট জিততেই হবে। গেল সপ্তাহের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, ম্যাচটি জিততে দলের সবাই নিজের সবটুকু ঢেলে দিতে চায়।
প্রসঙ্গত, মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ