অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ার এই টেস্টে শুরু থেকেই ঘূর্ণি জাদুতে ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা।
শুরুতেই তামিম ও ইমরুলকে ফেরান স্পিনার নাথান লায়ন। প্রথম সেশনের শেষে সৌম্য ও বিরতি থেকে ফিরে মুমিনুলকেও প্যাভিলিয়নে পাঠান তিনি। চাপ সামলাতে মুশফিক-সাকিব জুটি মাঠে নামলে সেখানেও সফল অসি স্পিনাররা। সাকিবকে ম্যাথু ওয়েডের তালুবন্দী করে প্যাভিলিয়নে ফেরান আরেক স্পিনার অ্যাশটন অ্যাগার। পরে মুশফিক ও সাব্বিরের ব্যাটে বাংলাদেশ দ্বিতীয় সেশন পার করে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৫ রান। মুশফিক ২৯ ও সাব্বির ২৪ রানে অপরাজিত আছেন।
ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি ধৈর্য্যের পরিচয় দিলেও নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তামিম। ৩৪ বলে ৯ রান করেন তিনি। এরপর দলীয় স্কোর ২১ এ পৌঁছাতেই আবারও সেই লায়নের আঘাত। এবার ইমরুলকে এলবিডব্লিউ'র ফঁদে ফেলেন তিনি। ইমরুল করেন ১১ বলে ৪ রান। পরে সৌম্য-মমিনুল জুটি দলের হাল ধরলেও তা বেশি দূর নিয়ে যেতে পারেননি। প্রথম সেশনের শেষে সেই লায়নেরই শিকার হন সৌম্য সরকার। ৮১ বলে ৩৩ রান করা সৌম্যকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর দলীয় ৮৫ রানে লায়নের আঘাতে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মুমিনুল। এর আগে ৬৭ বরে ৩১ রান করেন তিনি।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জয়লাভ করে বাংলাদেশ। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।
বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ