তার দায়িত্বশীল ব্যাটিংয়ে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের বড় স্কোরের। কিন্তু দুঃখজনকভাবে বিদায় নিয়েছেন সাব্বির রহমান। আর এর মাধ্যমে শতাধিক রানের একটি পার্টনারশিপের অবসান ঘটল। সাকিব আল হাসান আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১১৭ রান। সেখান থেকে সাব্বির ও মুশফিক রহীম বাংলাদেশকে তুলে আনেন।
ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে তিনি সাজঘরে ফিরে গেছেন। এর ফলে ষষ্ট উইকেটের পতন ঘটল বাংলাদেশের। বাংলাদেশের স্কোর এখন ৬ উইকেটে ২৩২ রান।
মুশফিকুর রহমান ৫৪ রান করে ক্রিজে রয়েছেন। সাব্বির ৬৬ রান করেছিলেন। সাব্বির আর মুশফিক ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।
বিডি প্রতিদিন/০৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত