পার পেলেন না উমর আকমল। সাংবাদিক সম্মেলন করে কোচ মিকি আর্থারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে তিন ম্যাচ নির্বাসিত করেছে।
একই সঙ্গে পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তার। তবে সবথেকে কঠিন শাস্তি হল, দুই মাসের জন্য বিভিন্ন বিদেশী লিগে আকমলের খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ কয়েকটা ম্যাচই খেলতেই পারবেন তিনি।
আকমলকে নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে পাকিস্তান ক্রিকেটে। গত জুলাইতে তার চুক্তি বাতিল করে দিয়েছে পিসিবি। এমনকি একমাত্র ক্রিকেটার হিসেবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে দেশে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর