কানাডর ওটাওয়ায় পার্লামেন্টের সামনে বিক্ষোভ করলেন প্রবাসী সিন্ধিরা। পাকিস্তানের সিন্ধু প্রদেশে সিন্ধি এবং বালোচ বাসিন্দাদের ওপর হয়ে চলা পাক সেনা এবং প্রশাসনের অত্যাচার বন্ধের দাবিতেই এই বিক্ষোভ করে সিন্ধি অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা।
কানাডা পার্লামেন্টের সদস্য টম কেমিকও এই বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি ছিল, পাকিস্তানকে অর্থ সাহায্য মানে জঙ্গি এবং তালেবানদের সাহায্য। জাতিসংঘকে সিন্ধি এবং বালোচদের সাহায্য এবং পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে আইএসআই এবং অন্য জঙ্গিদের হাতে অপহৃতদের সন্ধান দিক পাকিস্তান সরকার।
উল্লেখ্য, ২০১৪ সালে করাচি থেকে নিখোঁজ হয়ে যায় ১৯ বছরের তরুণ আল্লা ওয়াধিও মাহার। এখনও নিখোঁজ সুহেল রাজা ভাট্টি নামে অন্য তরুণও। পাকিস্তানের সিন্ধু প্রদেশে জনকল্যাণমূলক কাজে গিয়েছিলেন তারা।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর