এক বিতর্ক মিটতে না মিটতেই ফের বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক। বেশ কিছু দিন আগে নাইট ক্লাবে মারামরি করে খবরে এসেছিলেন 'থ্রি-লায়নস' অলরাউন্ডার। এবার খ্যাতনামা মডেল কেটি প্রাইসের ছেলেকে উপহাস করে খবরে তিনি।
প্রকৃতির নিয়মেই মানুষ নানান সময় নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। পৃথিবীতে প্রচলিত প্রায় সব রোগ-ব্যাধীকেই চিকিৎসাবিদ্যা মতে সংজ্ঞায়িত করা যায়। এসব রোগের রয়েছে সুনির্দিষ্ট কিছু লক্ষণ।সেই রকমই একটি রোগ হল প্রাডের-উইলি সিনড্রোম। ইংল্যান্ডের গ্ল্যামার মডেল কেটি প্রাইসের ছেলে হার্ভে প্রাইস এই রোগে আক্রান্ত।
এটি একটি সহজাত মানসিক ব্যাধি, যেখানে রোগী সব সময় ক্ষুধা অনুভব করেন। এর প্রভাবে সে ক্রমাগত খেতে পারে তার পেট পূর্ণ থাকার পরেও। এছাড়া এই রোগে আক্রান্ত রোগীরা ঠিক করে কথাও বলতে পারেন না। কথা বলতে গেলে জড়িয়ে যায়।
কেটি প্রাইসের ছেলে হার্ভের কথা বলতে পারার অক্ষমতাকেই উপহাস করেছেন স্টোক। সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তুমি কি বলবে? এটা বলার পর হার্ভের উদ্দেশ্যে জঘন্য গালাগালও দেন স্টোক।
সোমবারই নাইট ক্লাবে এক ব্যক্তিকে এক মিনিটে ১৫ বার ঘুসি মেরে বিতর্কে জড়িয়েছেন স্টোক। যার জন্য অ্যাসেজে ইংল্যান্ড দলে অর্ন্তভুক্তিতে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। এখন এই বিতর্ক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত