শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি হিসেবে মানা হয়। একটা সময় এই জুটি ঘুম উড়িয়েছে বহু বোলারের। এই জুটির উপর ভর করে ভারত পেয়েছে বহু ঐতিহাসিক জয়। এখনও অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপগুলির অন্যতম শচীন-শেবাগের জুটি। শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও এই জুটি ছিল জনপ্রিয়।
তবে জুটি সুপারহিট হলেও শেবাগের খুনসুটি কিন্তু একবার বেশ বিরক্ত করে তুলেছিল শচীনকে। ‘হোয়াট দ্যা ডাক’ নামে এক শো-এ এসে নিজেই এ কথা জানিয়েছেন শেবাগ নিজেই। শেবাগ বলেন, “২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সময় সিরিজ চলছিল। কিন্তু একটা ম্যাচে আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না। ফলে আস্তে আস্তে একটা গান গাইতে থাকি। পুরো ওভারটাই গান গেয়েই কাটিয়ে দিই এবং শুরুটাও ভাল হয়। ওভারের শেষে ক্রিজে মাঝে শচীন আসে এবং আমার সঙ্গে কথা বলতে থাকে। আমি কিছু না বললেও মাথা নাড়তে থাকি এবং সেই গানটাই গাইতে থাকি।”
আর এতেই চটে যান মাস্টার ব্লাস্টার। শেবাগ বলেন, “এই রকমটা টানা ৪-৫ ওভার মত চলেছিল। বারবার শচীন আসত আর আমি এই একই কাজ করতাম। এর পর শচীন আমায় এসে বলেন স্বার্থপর হয়ে যেও না। আমার সঙ্গে কথা বল। প্রত্যুত্তরে আমি বলি যে একটা ছন্দের মধ্যে খেলছি আমি। আমাকে এই ছন্দটা বজায় রাখতে দাও। তবে পরে ভাল পারফরম্যান্স আমি করতে পারিনি। সে দিন ড্রেসিংরুমে ফিরে আমাকে প্রচণ্ড বকাঝকা করেছিলেন শচীন।”
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর