মাহমুদুল্লাহর ছক্কায় ফলোঅন এড়ালো বাংলাদেশ। কিন্তু এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না দলে অনেকদিন পর টেস্টে সুযোগ পাওয়া মাহমুদুল্লাহ। ১২১ বলে ৬৬ রান করার পর আর তিন বল খেলে কোন রান নিতে পারেননি তিনি। এরপর নতুন বল নিয়ে শুরু করা মরনে মরকেলের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন মাহমদুল্লাহ।
১১টি চার আর এক ছক্কা আসে তার ব্যাট থেকে। ৩০৪ রানে সপ্তম উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ জুটি বাধেন। তাসকিন আহমেদ খুব বেশি দূর এগোতে পারেননি। দ্রুত রান আউট হয়ে সাঝঘরে ফিরেন তাসকিন।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০০ রান। দক্ষিণ আফ্রিকার ৪৯৬ সরানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। মুমিনুল হকের বিদায়ের পর সাব্বির ও মাহমুদুল্লাহ বড় জুটি গড়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু সাব্বির ৩০ রান করে অলিভিয়েরের বলে বোল্ড হয়ে গেলে সে স্বপ্ন উবে যায়। ৪৬ বলের ইনিংসে সাব্বির একটি ছক্কার পাশে চারটি চার মারেন। ষষ্ঠ উইকেটে যোগ হয় ১৬.৪ ওভারে যোগ করেন ৬৫ রান। মাহমুদুল্লাহও সাবলীল খেলছিলেন।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত