আগামী মাসে স্লোভেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারছেন না ইংল্যান্ডের মিডফিল্ডার ডেলে আলি। বাজে অঙ্গভঙ্গি করার কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
চলতি মাসে ওয়েম্বলিতে স্লোভাকিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে আলী ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন্ট টারপিনের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করেন। পরবর্তীতে যা ক্যামেরায় ধরা পড়ে। এই ধরনের আচরণের জন্য সাধারণত চার ম্যাচ নিষিদ্ধের আইন রয়েছে। যদিও আলি বলেছেন, এটা তিনি রেফারিকে উদ্দেশ্য করে নয়, তার সাবেক টটেনহ্যাম সতীর্থ কাইল ওয়াকারের প্রতি ক্ষিপ্ত হয়ে করেছেন।
ফিফা জানিয়েছে, ২১ বছর বয়সী আলির এই ধরনের আচরণ কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এটা সম্পূর্ণভাবে অখেলোয়াড়োচিত আচরণ। এ জন্য তাকে এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫ হাজার সুইস ফ্র্যাংক জরিমানাও করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/ এনায়েত করিম