স্পট ফিক্সিং ইস্যুতে এবার ধোনিদের দিকে তোপ দাগলেন ভারতের নির্বাসিত পেসার শ্রীশান্ত। চাঞ্চল্যকর এক দাবিতে তিনি জানান, বাকিদের জন্য বোর্ডের যা নিয়ম, তার ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না। প্রকাশ্য আসা শ্রীশান্তের এমনই এক সাক্ষাৎকারে নতুন করে তোলপাড় ভারতীয় ক্রিকেট।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে শ্রীশান্ত বলেন, ‘‘চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দলকে মাত্র দুই বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। তবে চেন্নাইয়ের ক্রিকেটারদের কেন জিজ্ঞাসাবাদ করা হল না?’’
ধোনি, রায়না, অশ্বিনসহ একাধিক তারকা ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে খেলেছেন আইপিএলে। শ্রীশান্তের ইঙ্গিত যে তাদের দিকেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শ্রীশান্তকে নির্দোষ হিসেবে রায় দেয় সেই কেরালা হাইকোর্টই। একই সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আবেদনের প্রেক্ষিতে কেরালা হাইকোর্ট আজীবন নিষেধাজ্ঞা বহাল রাখে। আর তারপরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন শ্রীশান্ত। এবার তার নিশানা এবার খোদ ধোনি-রায়নাদের দিকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর