ওয়েস্টহামের মাঠে সহজ জয় পেল লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর জোড়া গোলে ৪-১ স্কোরলাইনে ম্যাচ শেষ করে অল রেডসরা।
খেলা শুরুর ২১ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন সামার সাইনিং সালাহ। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন সেন্টারব্যাক জোয়েল মাতিপ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল ল্যাঞ্জিনি।
পরের মিনিটেই স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। ৭৫ মিনিটে জোড়া গোল আদায় করে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ২৫ বছর বয়সী সালাহ।
পরবর্তী ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন। আগামী ১৮ নভেম্বর (শনিবার) অ্যানফিল্ডে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট (৫ জয়, ৪ ড্র, ২ হার) নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল। মাত্র ৯ পয়েন্টে ১৭ নম্বরে নেমে গেছে ওয়েস্টহাম। ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। সমান ১০ ম্যাচে শীর্ষ পাঁচে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (২৩), টটেনহাম (২০), চেলসি (১৯), আর্সেনাল (১৯)।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান