একজন বর্তমান ভারত অধিনায়ক, আর অন্যজন সাবেক৷ উইকেটের পেছন থেকে আউটের আপিল করে ধোনি একবার হাত তুললে, ডিআরএস নিতে দ্বিধা করেন না কোহলি৷ চোখ বন্ধ করে ধোনির সিদ্ধান্তের ওপর আস্থা রাখেন বিরাট৷ শুধু ডিআরএসের সময়ই নয়, আরও এক ক্ষেত্রেও চোখ বন্ধ করে ধোনির ওপর ভরসা করেন কোহলি৷
সম্প্রতি ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ নামের এক চ্যাট শো-এর অতিথি হিসেবে এসে ধোনির ভূসয়ী প্রশংসা করেন কোহলি৷ ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে কোন ব্যাটসম্যানের সঙ্গে বাইশ গজে পার্টনারশিপ বেশি স্ট্রং এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের সঙ্গে গড়া পার্টনারশিপের উল্ল্যেখ করেন কোহলি৷ তবে বাইশ গজে ধোনির সঙ্গে বন্ডিংকেই উপরের দিকে রাখলেন কোহলি৷
ভারত অধিনায়ক বলেন, ‘বিপক্ষের বিরুদ্ধে রান চুরি করার সময় উল্টো দিকে ধোনি থাকলে কোন চিন্তা করতে হয় না৷ এমন কী ধোনি যদি কোনওক্ষেত্রে দু’রান নিতে বলে, চোখ বুঝে ওর সিদ্ধান্তের ওপর ভরসা করি৷ আমি জানি ঠান্ডা মাথায় ধোনি মুহূর্তেই একরানকে দুরানে পরিণত করতে পারে৷’
এখানেই না থেমে কোহলি আরও বলেন, ‘ক্যাপেন্সি ছাড়ার পরেও মাঠে ধোনির মতামত দশের মধ্য আটবার কাজে লেগে যায়৷ ওর মতো বরফ শীতল ক্রিকেটিং মস্তিষ্ক আর কারুর আছে বলে মনে করি না৷’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর