চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের কারণ ছিল গড়াপেটা। টাকা খেয়ে ম্যাচ ছেড়েছে ভারত। এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক স্থানীয় ক্রিকেটার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যাচ্ছে, ২৪ বছর বয়সী নাঈম উত্তরপ্রদেশের শাহজানপুর জেলার একজন তরুণ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন বন্ধুদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখনই তিনি এমন মন্তব্য করে বসেন। তবে ভাবতে পারেননি, এমন মন্তব্যের জন্য কী মূল্য চোকাতে হবে তাঁকে।
জানা গেছে, সেই গ্রুপে রাজকমল বাজপাই নামের এক যুবক ছিলেন। তিনিও ক্রিকেট খেলেন। পাশাপাশি বিজেপির যুব মোর্চার সঙ্গেও তিনি যুক্ত। তিনি নাঈমের সেই মন্তব্যকে মোটেই ভাল ভাবে নেননি। স্ক্রিনশট নিয়ে তিনি সেটি পৌঁছে দেন শাহজানপুরের পুলিশ প্রধান কেবি সিংহের কাছে।
এরপরই নাঈম ও তার দুই বন্ধুর নামে এফআইআর দায়ের করা হয়। ৩১ অক্টোবর নাঈমকে জেলা কারাগারে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত জামিন পেয়ে গিয়েছেন নাঈম। তার আইনজীবী কমলেশ কুমার জানিয়ে দিয়েছেন, অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই নাঈমের। তাই তাকে জামিন দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর