ভারতের ক্রিকেটমহলে ধোনির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো এবং কোহলির দায়িত্ব নেওয়ার অধ্যায় থেকে শুরু করে দু'জনের সম্পর্ক নিয়ে নানা রকম জল্পনা শোনা যায়। যদিও সেই সমস্ত খবর উড়িয়ে দিয়ে বিরাট জানিয়েছেন, পূর্বসূরির প্রতি শ্রদ্ধাশীল তিনি। নিউজিল্যান্ডের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে দ্বৈরথ চলাকালীনই একটি ওয়েব সিরিজে বিভিন্ন বিষয়ে খোলামেলা আড্ডা মেরেছেন কোহলি।
ধোনির ক্রিকেট মস্তিষ্ককে তার দেখা সেরা বলেছেন বিরাট। তার কথায়, পরিকল্পনা করার ব্যাপারে ওর চেয়ে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক আমি আর দেখি না। ম্যাচে কী হচ্ছে এবং কী হতে পারে, সব ও বুঝে যায়। অবশ্যই আমি নিজের অনুমান ক্ষমতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিই। কিন্তু যখনই ওর কাছে পরামর্শ চাই, ১০ বারের মধ্যে ৮-৯ বার ওর টোটকা কাজে লেগে যায়। বিরাট আরও বলেছেন, অনেকেই আমাদের দু’জনের সম্পর্কের ভাঙন নিয়ে মুচমুচে কাহিনি তৈরি করেন। সবচেয়ে ভালো ব্যাপার হল এমএসডি ওই খবরগুলো পড়ে না, আমিও পড়ি না। এবং লোকে যখন আমাদের দু’জনকে একসঙ্গে দেখে, ভাবে এদের দু'জনের মধ্যে ঝামেলা ছিল না!
বিডি প্রতিদিন/এ মজুমদার