তলানির দল বেনেভেন্তোর বিপক্ষে পিছিয়ে পড়েও গঞ্জালো হিগুয়াইন আর হুয়ান কুয়াদ্রাদোর গোলে জয় পেয়েছে ইউভেন্তস। বেনেভেন্তো ১৯তম মিনিটে এগিয়ে যায় ফ্রি-কিক থেকে আমাতোর গোলে। ৫৭তম মিনিটে ডি-বক্স থেকে দারুণ ভলিতে সমতা ফেরান হিগুয়াইন। ফর্ম ফিরে পাওয়া আর্জেন্টাইন এই স্ট্রাইকার ক্লাবের হয়ে চার ম্যাচে করলেন পঞ্চম গোল।
আট মিনিট পর আলেক্স সান্দ্রোর ক্রসে হেডে জয় এনে দেন কলম্বিয়ার মিডফিল্ডার কুয়াদ্রাদো।
এই জয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট দ্বিতীয় স্থানে ওঠলো ইউভেন্তুসে।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম