অবশেষে জয়েরে দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা ছয় ম্যাচ হারের পর লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে সামলে উঠেছে জিনেদিন জিদানের দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল ও পালমাস। জয়ের জন্য মরিয়া রিয়ালকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো স্বাগতিক দর্শকদের গোলের আনন্দে ভাসাতে হেড করে দুর্দান্ত এক গোল করেন। এরপর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
৭৪ মিনিটে গোলের ব্যবধানটা বাড়িয়ে দেন ইসকো। আরেকবার অতিথিদের জালে বল জড়ান তিনি। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের রিয়াল।
এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের তিনে থাকল রিয়াল। আর ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসি-ভালভার্দের বার্সেলোনা। সেখানে ২৭ পয়েন্টে দুই নম্বর অবস্থানটা আঁকড়ে রেখেছে ভ্যালেন্সিয়া।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ