ইংলিশ প্রিমিয়ার লিগে আলভারো মোরাতার একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। রবিবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আন্তোনিও কন্তের দল প্রথমার্ধে ইউনাইটেডের ওপর ছড়ি ঘোরায়। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
খেলায় দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ডান দিক থেকে সিজার আসপিলিকুয়েতার লম্বা করে বাড়ানো ক্রসে মোরাতার মাপা হেডে গোলরক্ষক দাভিদ দে হেয়াকে ফাকি দিয়ে বল জালে জড়ায়।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইউনাইটেড।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম