বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন। তার নেতৃত্বে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে সিলেট সুরমা সিক্সার্স। আর টানা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাসির। উপভোগ করছেন অধিনায়কত্বও।
আর ঢাকা ডায়নামাইটসের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও জয় পেয়েছে সিলেট। ম্যাচ শেষে নাসির জানান, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় কোনো দল নেই। যে কোনো দলই জিততে সক্ষম। এজন্য একজন খেলোয়াড়ের পারফরমেন্সই যথেষ্ট। টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড় ভালো পারফর্ম করে দল জেতাতে সক্ষম।’
নাসির আরও জানান, টিমে কোনো তারকা খেলোয়াড় না থাকলেও যারা আছেন তারা খুবই হেলপফুল।দলের সব বিভাগেই ভাল খেলোয়াড় আছে। তাছাড়াও ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে আরো দক্ষ ‘অস্ত্র’ রয়েছে দলে। তারাও দলকে জেতানোর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
বিডিপ্রতিদিন/ ৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান