ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিল আইকন নেইমার। একের পর এক চমক দেখিয়ে প্যারিসের দলটির এক অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছেন তিনি। তবে পিএসজিতে খেলতে গিয়ে চোটের কারণে জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়েছেন নেইমার।
এর আগে ইনজুরির কারণে পিএসজির জার্সিতে অ্যাঙ্গার্সের বিপক্ষেও মাঠে নামতে পারেননি নেইমার। আর সেই চোটের কারণেই জাতীয় দল ব্রাজিলের জার্সিতেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ১০ নভেম্বর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে নেইমারকে।
এ ব্যাপারে ক্লাবের জার্সিতে নেইমারের না খেলার বিষয়টি নিশ্চিত করে কোচ উনাই এমেরি জানান, ‘গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে আঘাত পেয়েছে নেইমার। এতে ভালো বোধ করছেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড। বিশ্রাম নিতে প্যারিসেই থাকবে সে।’
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ