সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ভাল পারফরম্যান্সের পর আপাতত মহেন্দ্র সিংহ ধোনির সমালোচকদের মুখ বন্ধ। ধোনি কবে অবসর নেবেন, সে নিয়ে কানাঘুষো চলতে থাকলেও আচমকাই নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
২৯ পূর্ণ করে সদ্য ৩০'র ঘরে পা রেখেছেন বিরাট। জন্মদিনের আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে নিজের অবসরের পরিকল্পনা খোলসা করেছেন কোহলি। ভারত অধিনায়ক জানান, যেদিন ক্রিকেটের প্রতি তার ক্ষুধা শেষ হবে, সেদিনই তিনি অবসর নেবেন।
বিরাট বলেন, "জয়ের জন্য আবেগ ও অনুপ্রেরণা দরকার। যেদিন সেই আবেগ শেষ হয়ে যাবে, সেদিনই আমি খেলা ছেড়ে দেব। আমার শরীর যখন দেবে না, তখন নিজেকে টেনে হিঁচড়ে খেলানোর কোনও মানে হয় না।"
এক সত্যিকারের নেতার মতো বিরাট মনে করেন, "শুধু অংশগ্রহণের জন্য খেলা কখনও উচিৎ নয়। যখন ব্যর্থতা থেকে নিজেকে টেনে তোলার মনোভাব কমে আসবে, চেষ্টার ক্ষমতা হারিয়ে যাবে, একজন ক্রীড়াবিদের উচিৎ তখন সরে দাঁড়ানো।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর